গড়ে একজন স্বাভাবিক মানুষের দেহের ২৪ ঘন্টার কার্যক্রম...



►► হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিত হয়।

►► ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিত করে।

►► রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত হয়।

►► নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়।

►► চুল ০.০৫ ইঞ্চি বৃদ্ধি পায়।

►► ২.৯ পাউন্ড পানি/তরল গ্রহন করে (সকল প্রকার তরল মিলিয়ে)।

►► ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহন করে।

►► শ্বাসপ্রশ্বাসের জন্য ৪৩৮ ঘনফুট বাতাস গ্রহন করে।

►► ২৪ ঘণ্টায় ছেলেরা গড়ে ২০০০ শব্দ এবং মেয়েরা গড়ে ৫০০০ শব্দ ব্যবহার করে থাকে।

►► ঘুমের মধ্যে ২৫-২৬ বার নড়াচড়া করে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কেন?????

স্বপ্ন নিয়ে জানা অজানা যত তথ্য

ঘড়ি কী করে এল???